পদ প্রকরণ
2. কোনগুলো বিশেষ্য পদের উদাহরণ?
- ক. সবুজ মাঠ, কালো মেঘ
- খ. টসটসে ফল, তকতকে মেঝে
- গ. আমরা, তোমরা
- ঘ. আরব সাগর, বিশ্বনবী
উত্তরঃ আরব সাগর, বিশ্বনবী
- ক. বিশেষণ
- খ. বিশেষণের বিশেষণ
- গ. বিশেষ্যের বিশেষণ
- ঘ. বিশেষ্য
উত্তরঃ বিশেষ্য
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. ক্রিয়া-বিশেষণ
- ঘ. বিশেষ্যের বিশেষণ
উত্তরঃ বিশেষ্য
- ক. প্রাচুর্য
- খ. প্রাচুর্য্য
- গ. প্রাচুর্যতা
- ঘ. প্রাচুর্য্যতা
উত্তরঃ প্রাচুর্য
9. সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে? এইবাক্য সুন্দর শব্দটি কোন পদ?
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. সর্বনাম
- ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ বিশেষ্য
10. ‘সুন্দর মানুষকে নিজের দিকে টানে।’ এই বাক্যের ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
- ক. বিশেষণ
- খ. সর্বনাম
- গ. অব্যয়
- ঘ. বিশেষ্য
উত্তরঃ বিশেষ্য
11. নিচের কোন বাক্যে ‘ভালো’ বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে?
- ক. অয়ন ভালো দৌঁড়াতে পারে
- খ. ভালো লোক সবার প্রিয়
- গ. ভালো মানুষ কমই দেখা যায়
- ঘ. নিজের ভালো কে চায়?
উত্তরঃ নিজের ভালো কে চায়?
12. ‘ভালো নিজেকে জাহির করে না, অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়।’ এই বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদ?
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. সর্বনাম
- ঘ. অব্যয়
উত্তরঃ বিশেষ্য
18. ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়?
- ক. বিশেষ্য
- খ. অব্যয়
- গ. বিশেষণ
- ঘ. ক্রিয়া
উত্তরঃ বিশেষণ
19. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে-
- ক. নাম বিশেষণ
- খ. ভাব বিশেষণ
- গ. ক্রিয়া বিশেষণ
- ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ ভাব বিশেষণ
20. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়,
- ক. ক্রিয়াবচক বিশেষ্য
- খ. ক্রিয়াবিশেষণ
- গ. ক্রিয়াবিশেষ্যজাত
- ঘ. ক্রিয়াবিভক্তি
উত্তরঃ ক্রিয়াবিশেষণ
21. ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে কোন বাক্যে?
- ক. বসন্তের আরামদায়ক বায়ু প্রবাহে সকলেই পুলকিত
- খ. সে খুব তাড়াতাড়ি হাটিল
- গ. সমুদ্র সৈকতে জলপ্রবাহের প্রবল গর্জন শোনা গেল
- ঘ. সেদিন অত্রন্ত চমৎকার কথা শুনিলাম
উত্তরঃ সে খুব তাড়াতাড়ি হাটিল
- ক. এই আমি আরনই একা
- খ. বাতাস ধরে বইছে
- গ. অতিশয় মন্দ কথা
- ঘ. মেঘনা বড় নদী
উত্তরঃ অতিশয় মন্দ কথা
23. ‘এ মাটি সোনার বাড়া’- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
- ক. বিশেষণের অতিশায়ন
- খ. রূপবাচক বিশেষ
- গ. উপাদান বাক বিশেষ
- ঘ. বিধেয বিশেষণ
উত্তরঃ বিশেষণের অতিশায়ন
24. ‘তুমি এতক্ষণ কী করেছ?’- এই বাক্যে ‘কী’ কোন পদ?
- ক. বিশেষণ
- খ. অব্যয়
- গ. সর্বনাম
- ঘ. ক্রিয়া
উত্তরঃ সর্বনাম
25. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
- ক. ধন অপেক্ষা মান বড়
- খ. তোমাকে দিয়ে কিছু হবে না
- গ. ঢং ঢং ঘন্টা বাজে
- ঘ. লেখা পড়া কর, নতুবা ফেল করবে
উত্তরঃ লেখা পড়া কর, নতুবা ফেল করবে