পদ প্রকরণ

76. ‘আমরা লালবাগ কেল্লা দর্শন করলাম’-এ বাক্যের ক্রিয়াপদ কোন্ ধরনের?

  • ক. ণিজন্ত ক্রিয়া
  • খ. মিশ্র ক্রিয়া
  • গ. যৌগিক ক্রিয়া
  • ঘ. সকর্মক ক্রিয়া

উত্তরঃ মিশ্র ক্রিয়া

বিস্তারিত

77. ‘ঘেউ ঘেউ’ -কোন অব্যয়?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিদেশী অব্যয়
  • গ. খাঁটি বাংলা অব্যয়
  • ঘ. তৎসম অব্যয়

উত্তরঃ অনুকার অব্যয়

বিস্তারিত

78. কোন বাক্যে ‘আর’ অব্যয় পদটি পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. আর কত দিন দেখবে
  • খ. সে আর এলো না
  • গ. ওদিকে আর যাব না
  • ঘ. বলো, আর কি কথা আছে

উত্তরঃ ওদিকে আর যাব না

বিস্তারিত

79. ‘সমুচ্চয়ী’ অব্যয়ের অপর নাম কি?

  • ক. সম্বন্ধবাচক অব্যয়
  • খ. অনন্বয়ী অব্যয়
  • গ. অনুসর্গ অব্যয়
  • ঘ. অনুকার অব্যয়

উত্তরঃ সম্বন্ধবাচক অব্যয়

বিস্তারিত

80. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

  • ক. আমি ভাত খাচ্ছি
  • খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব
  • গ. আমি দুপুরে ভাত খাই
  • ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

উত্তরঃ আমি দুপুরে ভাত খাই

বিস্তারিত

81. ‘ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’ -এ বাক্যটিকে ‘ওগো’ শব্দটি কোন জাতীয় অব্যয়?

  • ক. সম্বোধনসূচক অব্যয়
  • খ. প্রশ্নবোধক অব্যয়
  • গ. উপসর্গ অব্যয়
  • ঘ. অনুকার অব্যয়

উত্তরঃ সম্বোধনসূচক অব্যয়

বিস্তারিত

82. কোন, কেউ, কিছু-এগুলো কোন ধরনের সর্বনাম?

  • ক. সাকুল্যবাচক
  • খ. প্রশ্নবাচক
  • গ. অনির্দিষ্টতাজ্ঞাপক
  • ঘ. আত্মবাচক

উত্তরঃ অনির্দিষ্টতাজ্ঞাপক

বিস্তারিত

83. ‘যদি, তথা’-প্রভৃতি কোন শ্রেণীর অব্যয়?

  • ক. খাঁটি বাংলা অব্যয়
  • খ. তৎসম অব্যয়
  • গ. বিদেশী অব্যয়
  • ঘ. সংস্কৃত অব্যয়

উত্তরঃ তৎসম অব্যয়

বিস্তারিত

84. জাতিবাচক বিশেষ্য কোনটি?

  • ক. মানুষ
  • খ. সাধু
  • গ. কলম
  • ঘ. রাম

উত্তরঃ মানুষ

বিস্তারিত

85. কোনটি ঘটনামন অতীত-এর উদাহরণ?

  • ক. আমরা তখনই বই পড়ছিলাম
  • খ. কাজটা কি তুমিই করেছিলে?
  • গ. ‘এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে?
  • ঘ. আমি রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম

উত্তরঃ ‘এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে?

বিস্তারিত

86. কোনটি ভাববাচক বিশেষ্য?

  • ক. বিশ্বনবী
  • খ. ভোজন
  • গ. সৌন্দর্য
  • ঘ. জনতা

উত্তরঃ ভোজন

বিস্তারিত

87. ভৌগোলিক স্থানের নাম কোন বিশেষ্যের অন্তর্গত?

  • ক. নামবাচক
  • খ. জাতিবাচক
  • গ. ভাববাচক
  • ঘ. সংখ্যাবাচক

উত্তরঃ নামবাচক

বিস্তারিত

88. কোনটি বস্তুবাচক বিশেষ্য?

  • ক. সৌরভ
  • খ. গৌরব
  • গ. বাতাস
  • ঘ. কলম

উত্তরঃ কলম

বিস্তারিত

89. ‘হাসি হাসি মুখ’-এখানে কোন ধরনের বিশেষণ হয়েছে?

  • ক. ক্রিয়াজাত
  • খ. অব্যয়জাত
  • গ. সমাসসিদ্ধ
  • ঘ. বীপ্সামূলক

উত্তরঃ বীপ্সামূলক

বিস্তারিত

90. ‘পুষ্প রুমাকে আদর করে’-‘আদর করে’ কোন ধরনের ক্রিয়াপদ?

  • ক. সকর্মক
  • খ. যৌগিক
  • গ. প্রযোজক
  • ঘ. অকর্মক

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

91. দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে?

  • ক. যে ক্রিয়ার কর্ম নেই
  • খ. যে ক্রিয়ার দুটি কর্ম থাকে
  • গ. যে ক্রিয়া বিশেষ্যরূপে ব্যবহৃত
  • ঘ. উপরের সবকটি

উত্তরঃ যে ক্রিয়ার দুটি কর্ম থাকে

বিস্তারিত

92. ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে কি পদ গঠিত হয়?

  • ক. অব্যয় পদ
  • খ. ক্রিয়াপদ
  • গ. সর্বনাম পদ
  • ঘ. বিশেষ্য পদ

উত্তরঃ ক্রিয়াপদ

বিস্তারিত

93. কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না?

  • ক. সকর্মক ক্রিয়ার
  • খ. সমাপিকা ক্রিয়ার
  • গ. অকর্মক ক্রিয়ার
  • ঘ. সমধাতুজ কর্মের

উত্তরঃ অকর্মক ক্রিয়ার

বিস্তারিত

94. ‘সকল, সমুদয়, তাবৎ’ -কোন শ্রেণীর সর্বনাম?

  • ক. সাকুল্যবাচক
  • খ. দূরত্ববাচক
  • গ. সামীপ্যবাচক
  • ঘ. আত্মবাচক

উত্তরঃ সাকুল্যবাচক

বিস্তারিত

95. ‘মেঘলা’ কোন ধরনের শব্দ?

  • ক. ক্রিয়া বিশেষণ
  • খ. বিশেষ্য
  • গ. বিশেষণ
  • ঘ. বিশষ্যের বিশেষণ

উত্তরঃ বিশষ্যের বিশেষণ

বিস্তারিত

96. ‘যত্ন করলে রত্ন মিলে’- এ বাক্যে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?

  • ক. অনুক্ত
  • খ. দ্বিকর্মক
  • গ. সমাপিকা
  • ঘ. অসমাপিকা

উত্তরঃ অসমাপিকা

বিস্তারিত

97. কোন বাক্যে ‘ভালো’ বিশেষণরূপে ব্যবহৃত হয়েছে?

  • ক. ভালোকে ভালো বলবো না তো কি?
  • খ. আপন ভালো সাবই চায়
  • গ. এখনে কি ভালোটা তুমি দেখলে?
  • ঘ. ভলোকে সবাই পছন্দ করে

উত্তরঃ আপন ভালো সাবই চায়

বিস্তারিত

98. কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে গটিত হয়?

  • ক. মিশ্র ক্রিয়া
  • খ. যৌগিক ক্রিয়া
  • গ. সমাপিকা ক্রিয়া
  • ঘ. অসমাপিকা ক্রিয়া

উত্তরঃ সমাপিকা ক্রিয়া

বিস্তারিত

99. ক্রিয়ার বিষয়কে কি বলে?

  • ক. কর্ম
  • খ. পদ
  • গ. সমাস
  • ঘ. করণ

উত্তরঃ কর্ম

বিস্তারিত

100. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?

  • ক. বচনভেদে
  • খ. বর্ণনাভেদে
  • গ. অর্থভেদে
  • ঘ. প্রয়োগভেদে

উত্তরঃ বচনভেদে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects