পদ প্রকরণ

26. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’ এখানে ‘কিংবা’ অব্যয়টি কোন অব্যয়?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিয়োজক অব্যয়
  • গ. সমুচ্চয়ী অব্যয়
  • ঘ. সংযোজন অব্যয়

উত্তরঃ বিয়োজক অব্যয়

বিস্তারিত

27. ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ এই বাক্যে ‘কিন্তু’ হলো-

  • ক. বিযোজক অব্যায়
  • খ. সংযোজক অব্যয়
  • গ. সংকোচক অব্যয়
  • ঘ. বিস্ময়াদিসূচক অব্যয়

উত্তরঃ সংকোচক অব্যয়

বিস্তারিত

28. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরিমরি’ কোন শ্রেণীর অব্যয়?

  • ক. সমন্বয়ী
  • খ. অনন্বয়ী
  • গ. পদান্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ অনন্বয়ী

বিস্তারিত

29. ‘মরি মরি, কি সন্দুর প্রভাতে রূপ’- এখানে অনম্বয়ী অব্যয়ে কি প্রকাশ পেয়েছে?

  • ক. যন্ত্রণা
  • খ. বিরক্তি
  • গ. সম্মতি
  • ঘ. উচ্ছ্বাস

উত্তরঃ উচ্ছ্বাস

বিস্তারিত

30. কোন বাক্যে ধ্বনাত্মক শব্দ আছে?

  • ক. চিলটি সাঁ সাঁ করে উড়িয়া গেল
  • খ. লোকটি তীরবেগে চলিয়া গেল
  • গ. অকাশে তো আমি রখি নাই উড়িবার ইতিহাস
  • ঘ. সে প্রায় চিৎকার করে কথা বলল

উত্তরঃ চিলটি সাঁ সাঁ করে উড়িয়া গেল

বিস্তারিত

31. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’- এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?

  • ক. অবস্থাবাচক শব্দ
  • খ. বাক্যালঙ্কার শব্দ
  • গ. ধ্বনাত্মক শব্দ
  • ঘ. দ্বিরুক্ত শব্দ

উত্তরঃ ধ্বনাত্মক শব্দ

বিস্তারিত

32. বৃষ্টি পড়ে টাপুর টুপুর।- এখানে ‘টাপুর টুপুর’ কোন পদের দ্বিরুক্তি?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া
  • ঘ. অব্যয়

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

33. শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ-

  • ক. দরদর
  • খ. করকর
  • গ. কুটকুট
  • ঘ. খুটখুট

উত্তরঃ কুটকুট

বিস্তারিত

34. না কোন্ জাতীয় শব্দ?

  • ক. অব্যয়
  • খ. সর্বনাম
  • গ. ক্রিয়া
  • ঘ. মহাকাব্য

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

35. তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে ‘না’-এর ব্যবহারকি অর্থে?

  • ক. না-বাচক
  • খ. হ্যাঁ-বাচক
  • গ. প্রশ্নবোধক
  • ঘ. বিস্ময়সূচক

উত্তরঃ হ্যাঁ-বাচক

বিস্তারিত

36. ‘তুমি কি আমায় চেন’? বাক্যটিতে ‘কি’-এর ব্যাকরণগত পরিচয়-

  • ক. প্রশ্নবোধক শব্দ
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. কারক নির্দেশক

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

38. ‘তুই কি কাজ করবি, না মার খাবি?- এই বাক্যের ‘কি’ অব্যয়ের ব্যবহার হয়েছে-

  • ক. প্রশ্ন জিজ্ঞাসা
  • খ. শাসন করায়
  • গ. বিরক্তি প্রকাশে
  • ঘ. ক্রোধ প্রকাশে

উত্তরঃ ক্রোধ প্রকাশে

বিস্তারিত

39. ক্রিয়াপদ-

  • ক. সবসময়ে বাক্যে থাকবে
  • খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  • গ. আসলে বিশেষণ থেকে অভিন্ন
  • ঘ. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়

উত্তরঃ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

বিস্তারিত

40. ‘বাবা বাড়ি নেই।’ এ বাক্যে ‘নেই’ কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ ক্রিয়া

বিস্তারিত

41. কোন বাক্যে যে ক্রিয়াপদ অসমাপ্ত থাকে, তাকে কি দরনের ক্রিয়াপদ বলে

  • ক. সমাপিকা ক্রিয়া
  • খ. অর্ধ-সমাপিকা ক্রিয়া
  • গ. অসমাপিকা ক্রিয়া
  • ঘ. অর্ধ-অসমাপিকা ক্রিয়া

উত্তরঃ অসমাপিকা ক্রিয়া

বিস্তারিত

42. অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?

  • ক. এক প্রকার
  • খ. দু’প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. চার প্রকার

উত্তরঃ এক প্রকার

বিস্তারিত

43. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

  • ক. আমি ভাত খাচ্ছি
  • খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব
  • গ. আমি দুপুরে ভাত খাই
  • ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ

উত্তরঃ আমি ভাত খেয়ে স্কুলে যাব

বিস্তারিত

44. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই?

  • ক. তাকে বলতে দাও
  • খ. তুমি বল, আমি শুনি
  • গ. আমরা বাঁবতে চাই
  • ঘ. সে দেখতে লাগলো

উত্তরঃ তুমি বল, আমি শুনি

বিস্তারিত

45. উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত?

  • ক. অকর্মক ও সকর্মক
  • খ. প্রত্যয়হীন ও প্রত্যয়ান্ত
  • গ. ধাতু ও তদ্ধিত
  • ঘ. মৌলিক ও কৃদন্ত

উত্তরঃ মৌলিক ও কৃদন্ত

বিস্তারিত

46. ধাতু কয় প্রকার?

  • ক. এক
  • খ. দুই
  • গ. তিন
  • ঘ. চার

উত্তরঃ তিন

বিস্তারিত

47. কোনটি বাংলা ধাতু?

  • ক. কাট্
  • খ. কৃ
  • গ. মাগ্
  • ঘ. গম্

উত্তরঃ কাট্

বিস্তারিত

48. যে ধাতু বিশ্লেষণষ করা যায় না, তাকে বলা হয়-

  • ক. সাধিত ধাতু
  • খ. মৌলিক ধাতু
  • গ. যৌগিক ধাতু
  • ঘ. সংযোগমূলক ধাতু

উত্তরঃ মৌলিক ধাতু

বিস্তারিত

49. কোন বাক্যটিতে সমাতুজ কর্ম আছে?

  • ক. সেই বই পড়ছে
  • খ. সে গভীর চিন্তাশয মগ্ন
  • গ. সে ঘুমিয়ে আছে
  • ঘ. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়ন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

উত্তরঃ সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়ন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

বিস্তারিত

50. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?

  • ক. সে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে
  • খ. সে চট্টগ্রাম গিয়েছে
  • গ. সে বিজ্ঞানের একটি সমস্যা নিয়ে ভাবছে
  • ঘ. সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে

উত্তরঃ সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects