পদ প্রকরণ
351. যে পদ দ্বারা কোন এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝায়- তাকে বলে--
- ক. সমষ্টিবাচক বিশেষ্য
- খ. জাতিবাচক বিশেষ্য
- গ. ভাববাচক বিশেষ্য
- ঘ. গুণবাচক বিশেষ্য
উত্তরঃ জাতিবাচক বিশেষ্য
352. যে পদে বেশ সংখ্যক ব্যাক্তি বা প্রাণীর সমষ্টি বুঝায় তাকে কোন ধরনের বিশেষ্য বলে?
- ক. গুণবাচক বিশেষ্য
- খ. জাতিবাচক বিশেষ্য
- গ. সমষ্টিবাচক বিশেষ্য
- ঘ. বস্তুবাচক বিশেষ্য
উত্তরঃ সমষ্টিবাচক বিশেষ্য
353. যে বিশেষ্য পদ দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বুঝায় তাকে কি বিশেষ্য বলে?
- ক. ভাববাচক বিশেষ্য
- খ. জাতিবাচক বিশেষ্য
- গ. বস্তুবাচক বিশেষ্য
- ঘ. গুণবাচক বিশেষ্য
উত্তরঃ গুণবাচক বিশেষ্য
354. পদ প্রধানত দুই প্রকার। যথা--
- ক. বিশেষ্য ও বিশেষণ
- খ. সর্বনাম ও অব্যয়
- গ. নাম ও ক্রিয়া
- ঘ. অব্যয় ও ধ্বন্যাত্নক
উত্তরঃ নাম ও ক্রিয়া
355. 'পূণ্যে মতি হোক' বাক্যে 'পূণ্য' কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
- ক. বিশেষ্য রূপে
- খ. বিশেষণ রূপে
- গ. সর্বনাম রূপে
- ঘ. বিশেষ্যের বিশেষণ রূপে
উত্তরঃ বিশেষ্য রূপে
356. খোকাকে তুমি কাঁদিও না-- এ বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
- ক. প্রযোজ্য
- খ. প্রযোজক
- গ. ক্রিয়া বিশেষণ
- ঘ. ক্রিয়াবাচক বিশেষণ
উত্তরঃ প্রযোজক
357. যত্ন করলে রত্ন মেলে- এখানে করলে কোন ধরনের ক্রিয়া?
- ক. অনুক্ত
- খ. সকর্মক
- গ. অকর্মক
- ঘ. দ্বিকর্মক
উত্তরঃ দ্বিকর্মক
360. 'নদী' নিচের কোন প্রকার বিশেষ্যের উদাহরণ?
- ক. সমষ্টিবাচক বিশেষ্য
- খ. জাতিবাচক বিশেষ্য
- গ. ভাববাচক বিশেষ্য
- ঘ. গুণবাচক বিশেষ্য
উত্তরঃ জাতিবাচক বিশেষ্য
362. নিচের কোন পদটিকে সংস্কৃত ব্যাকরণের ণিজন্ত ক্রিয়া বলে?
- ক. যৌগিক ক্রিয়া
- খ. দ্বিকর্মক ক্রিয়া
- গ. মিশ্র ক্রিয়া
- ঘ. প্রযোজক ক্রিয়া
উত্তরঃ প্রযোজক ক্রিয়া
363. ওহে মাঝি আমাকে পার কর। বাক্যে 'মাঝি' কোন ধরনের পদ?
- ক. সম্বন্ধ পদ
- খ. সম্বোধন পদ
- গ. বিশেষণ পদ
- ঘ. ক্রিয়া-বিশেষণ পদ
উত্তরঃ সম্বোধন পদ
364. নিচের কোন পদে বিভক্তি যুক্ত হয় না?
- ক. বিশেষ্য পদে
- খ. বিশেষণ পদে
- গ. সর্বনাম পদে
- ঘ. অব্যয় পদে
উত্তরঃ অব্যয় পদে
365. 'নিশীত রাতে বাজছে বাঁশি' বাক্যে 'নিশীত' শব্দটি কোন পদ--
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. সর্বনাম
- ঘ. অব্যয়
উত্তরঃ বিশেষণ
366. নিচের কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ?
- ক. তক্ষণ-তাৎক্ষণিক
- খ. ডাকাত-ডাকাতি
- গ. খেলাপ-খেলাপি
- ঘ. তাঁত-তেঁতোঁ
উত্তরঃ তাঁত-তেঁতোঁ
367. 'স্বাতন্ত্র্য' বিশেষ্য পদের বিশেষণ রূপ--
- ক. স্বতন্ত্রতা
- খ. স্বাতন্ত্র্যতা
- গ. স্বতন্ত্র
- ঘ. স্বতন্ত্রী
উত্তরঃ স্বতন্ত্র
369. 'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ---
- ক. উপন্যাস
- খ. নাটক
- গ. গল্প
- ঘ. ভ্রমণ কাহিনী
উত্তরঃ উপন্যাস