পদ প্রকরণ

303. কোনটি বিশেষণের অতিশায়ন ?

  • ক. চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর
  • খ. যমুনা বাংলাদেশের দীর্ঘ নদী
  • গ. অনাগত দিনগুলি কি হবে কে জানে
  • ঘ. মেঠো পথ চলে গিয়াছ বহুদূর

উত্তরঃ চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর

বিস্তারিত

304. কোনটি সমাসবদ্ধ বিশেষণ ?

  • ক. বেকার যুবক
  • খ. উজ্জ্বল প্রদীপ
  • গ. ঝকঝকে পাত্র
  • ঘ. দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত

উত্তরঃ বেকার যুবক

বিস্তারিত

305. এ, এই, এরা, ইহারা - এ গুলো কোন সর্বনাম পদের উদাহরণ ?

  • ক. পুরুষবাচক সর্বনাম
  • খ. আত্নবাচক সর্বনাম
  • গ. অন্যাদিবাচক সর্বনাম
  • ঘ. সামীপ্যবাচক সর্বনাম

উত্তরঃ পুরুষবাচক সর্বনাম

বিস্তারিত

306. আমি, আমরা, সে, তারা - এগুলো কোন সর্বনাম পদ ?

  • ক. ব্যতিহারিক সর্বনাম
  • খ. ব্যক্তিবাচক সর্বনাম
  • গ. সাকুল্যবাচক সর্বনাম
  • ঘ. আত্নবাচক সর্বনাম

উত্তরঃ আত্নবাচক সর্বনাম

বিস্তারিত

307. ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য কি ?

  • ক. বিশেষণের পরিবর্তে ব্যবহার করা
  • খ. বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
  • গ. বিশেষ্যের অভাব দূর করা
  • ঘ. ভাষায় শব্দ সম্পদ বৃদ্ধি করা

উত্তরঃ বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা

বিস্তারিত

308. কোন বাক্যে নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ আছে ?

  • ক. হ্যাঁ আমি যাব
  • খ. আবার যেতে হবে
  • গ. যথা ধর্ম তথা জয়
  • ঘ. অতি ভক্তি চোরের লক্ষণ

উত্তরঃ যথা ধর্ম তথা জয়

বিস্তারিত

309. 'যত্ন করলে রত্ন মিলে' এখানে 'করলে' কোন ক্রিয়ার উদাহরণ ?

  • ক. অনুক্ত
  • খ. দ্বিকর্মক
  • গ. সমাপিকা
  • ঘ. অসমাপিকা

উত্তরঃ দ্বিকর্মক

বিস্তারিত

310. ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে ?

  • ক. মুখ্য কর্ম
  • খ. গৌণ কর্ম
  • গ. সমধাতুজ কর্ম
  • ঘ. ধাত্বর্থক কর্ম

উত্তরঃ গৌণ কর্ম

বিস্তারিত

311. 'আমরা বই পড়ি' এখানে 'পড়ি' ক্রিয়া কোন ভাবের উদাহরণ ?

  • ক. সাপেক্ষ ভাব
  • খ. উপদেশাত্নক ভাব
  • গ. প্রশ্নজিজ্ঞাসা ভাব
  • ঘ. সাধারণ নির্দেশক ভাব

উত্তরঃ সাধারণ নির্দেশক ভাব

বিস্তারিত

312. 'এটি একটি বিরাট সত্য' - বাক্যে 'সত্য' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ?

  • ক. সর্বনাম রূপে
  • খ. বিশেষ্য রূপে
  • গ. বিশেষণ রূপে
  • ঘ. অব্যয় রূপে

উত্তরঃ বিশেষ্য রূপে

বিস্তারিত

313. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে ?

  • ক. ভাব বিশেষণ
  • খ. উপসর্গযুক্ত বিশেষণ
  • গ. সমাসসিদ্ধ বিশেষণ
  • ঘ. নাম বিশেষণ

উত্তরঃ ভাব বিশেষণ

বিস্তারিত

314. 'যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তারাই তো সত্যিকারের পুরুষ।' - বাক্যে 'তারাই' কোন পদ ?

  • ক. অব্যয় পদ
  • খ. বিশেষণ পদ
  • গ. বিশেষ্য পদ
  • ঘ. সর্বনাম পদ

উত্তরঃ সর্বনাম পদ

বিস্তারিত

316. নিচের কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ ?

  • ক. আজ একবার এস
  • খ. চেষ্টা কর, সবই বুঝতে পারবে
  • গ. কাজটি করে ফেল
  • ঘ. রোগ হলে ওষুধ খাবে

উত্তরঃ কাজটি করে ফেল

বিস্তারিত

317. 'সমুচ্চয়' অব্যয়ের অপর নাম কি ?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. সম্বন্ধবাচক অব্যয়
  • গ. অনুকার অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ সম্বন্ধবাচক অব্যয়

বিস্তারিত

318. 'বহুত', 'খুব' প্রভৃতি কোন শ্রেণীর অব্যয় ?

  • ক. তৎসম অব্যয়
  • খ. তদ্ভব অব্যয়
  • গ. সংস্কৃত অব্যয়
  • ঘ. বিদেশী অব্যয়

উত্তরঃ বিদেশী অব্যয়

বিস্তারিত

319. 'তুমি কেমন আছ ?' এ বাক্যে 'কেমন' কি জাতীয় অব্যয় ?

  • ক. ভাব প্রকাশক
  • খ. প্রশ্নবোধক
  • গ. অনুকার
  • ঘ. খাঁটি বাংলা অব্যয়

উত্তরঃ প্রশ্নবোধক

বিস্তারিত

320. গৌণ কর্ম সাধারণত মুখ্য কর্মের কোথায় বসে ?

  • ক. পরে
  • খ. পূর্বে
  • গ. মাঝে
  • ঘ. যে কোন স্থানে

উত্তরঃ পূর্বে

বিস্তারিত

321. নিচের কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ?

  • ক. সমাপিকা ক্রিয়া
  • খ. অসমাপিকা ক্রিয়া
  • গ. মিশ্রে ক্রিয়া
  • ঘ. যৌগিক ক্রিয়া

উত্তরঃ সমাপিকা ক্রিয়া

বিস্তারিত

322. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে ?

  • ক. দ্বিকর্মক ক্রিয়া
  • খ. সমাপিকা ক্রিয়া
  • গ. সকর্মক ক্রিয়া
  • ঘ. অসমাপিকা ক্রিয়া

উত্তরঃ সকর্মক ক্রিয়া

বিস্তারিত

323. বইটি ছোটদের কাছে দুর্বোধ্য - এখানে 'পদটি কম ধরণের

  • ক. সর্বনামের বিশেষণ
  • খ. বিধেয় বিশেষণ
  • গ. অব্যয়ের বিশেষণ
  • ঘ. বিশেষ্যের বিশেষণ

উত্তরঃ বিধেয় বিশেষণ

বিস্তারিত

324. 'দরিদ্র' এর বিশেষ্য পদ কোনটি ?

  • ক. অভাবগ্রস্থ
  • খ. দারিদ্রতা
  • গ. দারিদ্র
  • ঘ. দীনতা

উত্তরঃ দারিদ্র

বিস্তারিত

325. অবশ্যই আমরা সেখানে যাব' - বাক্যে 'অবশ্যই' পদটি কোন শ্রেণীর পদ ?

  • ক. ক্রিয়া বিশেষণ
  • খ. ভাব বিশেষণ
  • গ. অব্যয় বিশেষণ
  • ঘ. বাক্য বিশেষণ

উত্তরঃ বাক্য বিশেষণ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects