পদ প্রকরণ

177. 'টান' কোন ধাতুর উদাহরণ?

  • ক. বিদেশী
  • খ. গম্
  • গ. কর্
  • ঘ. দেখ্

উত্তরঃ বিদেশী

বিস্তারিত

178. গঠনের দিক থেকে ন্যূনতম একক কোন ধাতু?

  • ক. বিদেশী ধাতু
  • খ. মৌলিক ধাতু
  • গ. সংস্কৃত ধাতু
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মৌলিক ধাতু

বিস্তারিত

179. 'নাচা' কোন ধরনের ধাতু?

  • ক. সংস্কৃত মূল
  • খ. বিদেশী
  • গ. সমাস সাধিত
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

181. 'অঙ্ক' কোন ধাতুর উদাহরণ?

  • ক. মৌলিক ধাতু
  • খ. সংস্কৃত ধাতু
  • গ. যৌগিক ধাতু
  • ঘ. বিদেশী

উত্তরঃ সংস্কৃত ধাতু

বিস্তারিত

182. কোন বাক্যে সমুচ্চায়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ?

  • ক. ধন অপেক্ষা মান বড়
  • খ. তোমাকে দিয়ে কিছু হবে না
  • গ. ঢং ঢং ঘন্টা বাজে
  • ঘ. লেখাপড়া কর, নতুবা ফেল করবে

উত্তরঃ লেখাপড়া কর, নতুবা ফেল করবে

বিস্তারিত

183. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ?

  • ক. ওরা কি করে
  • খ. আপনি আসবেন
  • গ. আমরা যাচ্ছি
  • ঘ. তোরা যাসনে

উত্তরঃ ওরা কি করে

বিস্তারিত

184. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত -

  • ক. সমাজ
  • খ. পানি
  • গ. মিছিল
  • ঘ. নদী

উত্তরঃ নদী

বিস্তারিত

185. ইচ্ছা বিশেষ্যের বিশেষণটি নির্দেশ করুন।

  • ক. ইচ্ছাময়
  • খ. ঐচ্ছিক
  • গ. ইচ্ছুক
  • ঘ. অনিচ্ছা

উত্তরঃ ঐচ্ছিক

বিস্তারিত

186. কোন শব্দটিতে সমধাতুজ কর্ম আছে ?

  • ক. সে বই পড়ছে
  • খ. সে গভীর চিন্তায় মগ্ন
  • গ. সে ঘুমিয়ে আছে
  • ঘ. সে যে চাল চেলেছে তাতে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না

উত্তরঃ সে যে চাল চেলেছে তাতে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না

বিস্তারিত

187. মরি! মরি! কি সুন্দুর প্রভাতের রূপ - বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয় ?

  • ক. সমন্বয়ী
  • খ. অনন্বয়ী
  • গ. পদান্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ অনন্বয়ী

বিস্তারিত

188. পদ বলতে কি বুঝায় ?

  • ক. কবিতার চরণ
  • খ. যে কোনো শব্দ
  • গ. প্রত্যয়ন্ত শব্দ বা ধাতু
  • ঘ. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু

উত্তরঃ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু

বিস্তারিত

189. বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল -এখানে টাপুর টুপুর, কোন ধরনের শব্দ ?

  • ক. অবস্থাবাচক শব্দ
  • খ. বাক্যালংকার
  • গ. ধ্বন্যাত্নক শব্দ
  • ঘ. দ্বিরুক্ত শব্দ

উত্তরঃ দ্বিরুক্ত শব্দ

বিস্তারিত

190. ক্রিয়াপদ -

  • ক. সব সময় বাক্যে থাকবে
  • খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  • গ. শুধু অতীত কাল বুঝাতে বাক্যে ব্যবহৃত হয়
  • ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন

উত্তরঃ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

বিস্তারিত

191. যে পদে বাক্যের ক্রিয়া পদটির গুণ, প্রকৃতি, তীব্রতা প্রকৃতগত অবস্থা বুঝায়, তাকে বলা হয় -

  • ক. ক্রিয়াবাচক বিশেষ্য
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. ক্রিয়া বিশেষ্যজাত বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিভক্তি

উত্তরঃ ক্রিয়া বিশেষণ

বিস্তারিত

192. পদ মোট কত প্রকার ?

  • ক. ৬ প্রকার
  • খ. ৫ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৩ প্রকার

উত্তরঃ ৫ প্রকার

বিস্তারিত

193. বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে ?

  • ক. পদ
  • খ. শব্দ
  • গ. বিভক্তি
  • ঘ. কারক

উত্তরঃ পদ

বিস্তারিত

194. যদি শব্দ + বিভক্তি = পদ হয়, তাহলে পদ - শব্দ = কি হবে ?

  • ক. শব্দ
  • খ. বিভক্তি
  • গ. ধ্বনি
  • ঘ. অক্ষর

উত্তরঃ বিভক্তি

বিস্তারিত

195. যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে কি বলে ?

  • ক. ভাববাচক বিশেষ্য
  • খ. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. নামবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

196. বিশেষ্য পদ কয় প্রকার ?

  • ক. চার প্রকার
  • খ. ছয় প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. আট প্রকার

উত্তরঃ ছয় প্রকার

বিস্তারিত

197. গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, শোনা - কোন পদের উদাহরণ ?

  • ক. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. নামবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

198. গীতাঞ্জলি, অগ্নিবীণা কোন বিশেষ্য ?

  • ক. সমষ্টিবাচক
  • খ. সংজ্ঞাবাচক
  • গ. ভাববাচক
  • ঘ. গুণবাচক

উত্তরঃ সংজ্ঞাবাচক

বিস্তারিত

199. যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বিশেষিত হয়, তাকে বলা হয় -

  • ক. বস্তুবাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • ঘ. গুণবাচক বিশেষ্য

উত্তরঃ জাতিবাচক বিশেষ্য

বিস্তারিত

200. যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝায়, তাকে বলে -

  • ক. সমষ্টিবাচক বিশেষ্য
  • খ. জাতিবাচক বিশেষ্য
  • গ. ভাববাচক বিশেষ্য
  • ঘ. গুণবাচক বিশেষ্য

উত্তরঃ জাতিবাচক বিশেষ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects