পদ প্রকরণ

326. নিচের কোনটিকে গৌণ কর্ম বলে ?

  • ক. প্রযোজ্য কর্মকে
  • খ. সমধাতুজ কর্মকে
  • গ. ব্যক্তিবাচক কর্মকে
  • ঘ. বস্তুবাচক কর্মকে

উত্তরঃ ব্যক্তিবাচক কর্মকে

বিস্তারিত

327. স্বয়ং, নিজ, খোদ -প্রভৃতি কোন শ্রেনীর সর্বনাম ?

  • ক. আত্নবাচক
  • খ. সামীপ্যবাচক
  • গ. পুরুষবাচক
  • ঘ. ব্যক্তিবাচক

উত্তরঃ আত্নবাচক

বিস্তারিত

328. 'সে ধনী কিন্তু সৎ নয়' - এই বাক্যে কিন্তু অব্যয়টি কোন ধরণের অব্যয় ?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. সংকোচক অব্যয়
  • গ. বিয়োজক অব্যয়
  • ঘ. সমুচ্চয়ী অব্যয়

উত্তরঃ সংকোচক অব্যয়

বিস্তারিত

329. 'আর' কোন ধরণের অব্যয়ের উদাহরণ ?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিদেশী অব্যয়
  • গ. সমুচ্চায়ী অব্যয়
  • ঘ. খাঁটি বাংলা অব্যয়

উত্তরঃ খাঁটি বাংলা অব্যয়

বিস্তারিত

330. অসমাপিকা ক্রিয়া অর্থ প্রকাশের জন্য কোন ক্রিয়ার ওপর নির্ভশীল ?

  • ক. মৌলিক ক্রিয়া
  • খ. যৌগিক ক্রিয়া
  • গ. সমাপিকা ক্রিয়া
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সমাপিকা ক্রিয়া

বিস্তারিত

331. ন্যায় শব্দের বিশেষণ--

  • ক. ন্যায়িক
  • খ. নীতিবান
  • গ. ন্যায্য
  • ঘ. ন্যায়সঙ্গত

উত্তরঃ ন্যায্য

বিস্তারিত

332. করেছে, করেছো, করেছেন- একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?

  • ক. লিঙ্গভেদে
  • খ. মর্যাদাভেদে
  • গ. কারক বিভক্তি
  • ঘ. সমাস

উত্তরঃ মর্যাদাভেদে

বিস্তারিত

333. 'তিনটি বছর' এখানে 'তিনটি' কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

334. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?

  • ক. সে গুনবান
  • খ. মেটে কলসী
  • গ. ঘোড়া খুব দ্রুত চলে
  • ঘ. যায় যায় দিন

উত্তরঃ ঘোড়া খুব দ্রুত চলে

বিস্তারিত

335. 'শ্যামল' শব্দের বিশেষ্য কোনটি?

  • ক. শ্যামলী
  • খ. শ্যাম
  • গ. শ্যামলিকা
  • ঘ. শ্যামলিমা

উত্তরঃ শ্যামলী

বিস্তারিত

336. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?

  • ক. বচনভেদে
  • খ. প্রয়োগভেদে
  • গ. অর্থভেদে
  • ঘ. বর্ণনাভেদে

উত্তরঃ বর্ণনাভেদে

বিস্তারিত

337. ক্রিয়া পদের মূল অংশকে কি বলে?

  • ক. পদ
  • খ. ধ্বনি
  • গ. ধাতু
  • ঘ. ক্রিয়াপদ

উত্তরঃ ধাতু

বিস্তারিত

338. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে--

  • ক. কারক
  • খ. শব্দ
  • গ. পদ
  • ঘ. ক্রিয়াপদ

উত্তরঃ পদ

বিস্তারিত

339. মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ-- বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়?

  • ক. সমন্বয়ী
  • খ. অনন্বয়ী
  • গ. পদান্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ অনন্বয়ী

বিস্তারিত

340. বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান-- এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?

  • ক. অবস্থাবাচক শব্দ
  • খ. বাক্যালংকার
  • গ. ধ্বন্যাত্নক শব্দ
  • ঘ. দ্বিরুক্ত শব্দ

উত্তরঃ দ্বিরুক্ত শব্দ

বিস্তারিত

341. ক্রিয়াপদ--

  • ক. সব সময় বাক্যে থাকবে
  • খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  • গ. শুধু অতীত কাল বুঝাতে বাক্যে ব্যবহৃত হয়
  • ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন

উত্তরঃ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

বিস্তারিত

342. পদ মোট কত প্রকার?

  • ক. ৬ প্রকার
  • খ. ৫ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৩ প্রকার

উত্তরঃ ৫ প্রকার

বিস্তারিত

343. গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, শোনা- কোন পদের উদাহরণ?

  • ক. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • খ. ভাববাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. নামবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

344. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন- এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয়?

  • ক. অনুকার অব্যয়
  • খ. বিয়োজক অব্যয়
  • গ. সমুচ্চয়ী অব্যয়
  • ঘ. সংযোজক অব্যয়

উত্তরঃ বিয়োজক অব্যয়

বিস্তারিত

345. কোন পদে বিভক্তি যুক্ত হয় না?

  • ক. অব্যয়
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

346. পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্ব
  • খ. রূপতত্ত্ব
  • গ. বাক্যতত্ত্ব
  • ঘ. অর্থতত্ত্ব

উত্তরঃ রূপতত্ত্ব

বিস্তারিত

347. কোনটি বিশেষণের অতিশায়ন?

  • ক. চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর
  • খ. যমুনা বাংলাদেশের দীর্ঘ নদী
  • গ. অনাগত দিনগুলো কি হবে কে জানে
  • ঘ. মেঠো পথ চলে গিয়েছে বহুদূর

উত্তরঃ চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর

বিস্তারিত

348. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়া কে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?

  • ক. দ্বিকর্মক ক্রিয়া
  • খ. সমাপিকা ক্রিয়া
  • গ. সকর্মক ক্রিয়া
  • ঘ. অসমাপিকা ক্রিয়া

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

349. সর্বজন- এর বিশেষণ কি?

  • ক. বিশ্বজন
  • খ. সর্বজনীন
  • গ. বিশ্বজনীন
  • ঘ. ঐশ্বরিক

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

350. যে বিশেষ্য পদে কোন ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে কি বলে?

  • ক. ভাববাচক বিশেষ্য
  • খ. সংজ্ঞাবাচক বিশেষ্য
  • গ. বস্তুবাচক বিশেষ্য
  • ঘ. নামবাচক বিশেষ্য

উত্তরঃ ভাববাচক বিশেষ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects