পদ প্রকরণ

251. ধিক্ তারে শতাধিক নির্লজ্জ যে জন। বাক্যে ধিক্ ও শতাধিক্ কোন প্রকার বিশেষণ ?

  • ক. বাক্যের বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. অব্যয়ের বিশেষণ
  • ঘ. বিশেষণের বিশেষণ

উত্তরঃ অব্যয়ের বিশেষণ

বিস্তারিত

252. সামান্য একটু দই দাও। বাক্যে সামান্য কোন ধরনের বিশেষণ ?

  • ক. অব্যয়ের বিশেষণ
  • খ. বিশেষণের বিশেষণ
  • গ. বাক্যের বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ বিশেষণের বিশেষণ

বিস্তারিত

253. বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় ?

  • ক. অব্যয় পদ
  • খ. বিশেষণ পদ
  • গ. সর্বনাম পদ
  • ঘ. ক্রিয়া পদ

উত্তরঃ সর্বনাম পদ

বিস্তারিত

254. নিচের কোনগুলো সামীপ্যবাচক সর্বনামের উদাহরণ ?

  • ক. স্বয়ং, নিজ, খোদ
  • খ. কেহ, কেঊ, কিছু
  • গ. অন্য, অপর, পর
  • ঘ. স, এই, এরা

উত্তরঃ স, এই, এরা

বিস্তারিত

255. নিচের কোনগুলো ব্যতিহারিক সর্বনামের উদাহরণ ?

  • ক. আপনা, আপনি
  • খ. যিনি, যারা
  • গ. সকল, সমুদয়
  • ঘ. এরা, ইহারা

উত্তরঃ আপনা, আপনি

বিস্তারিত

256. সর্বনামের পুরুষ কত প্রকার ?

  • ক. ৪ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ২ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

257. নিচের কোনগুলো মধ্যম পুরুষের উদাহরণ ?

  • ক. তুমি, তোমার, তোমাকে
  • খ. আমি, আমরা, আমাকে
  • গ. সে, তারা, তাহাকে
  • ঘ. তিনি, তাঁকে, তাঁরা

উত্তরঃ আমি, আমরা, আমাকে

বিস্তারিত

258. নিচের কোনগুলো নাম পুরুষের উদাহরণ ?

  • ক. আমি, আমরা, আমাকে
  • খ. তারা, তাহারা, তাহাদের
  • গ. আপনি, আপনার, আপনারা
  • ঘ. আমি, আমাদের

উত্তরঃ তারা, তাহারা, তাহাদের

বিস্তারিত

259. নিচের কোনটির কোনো পুরুষের নেই ?

  • ক. বিশেষ্য
  • খ. সর্বনাম
  • গ. ক্রিয়ার
  • ঘ. অব্যয়

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

260. পূনশ্চ, যদি, যথা প্রভৃতি কোন প্রকার অব্যয় শব্দের উদাহরণ ?

  • ক. তৎসম অব্যয় শব্দ
  • খ. বিদেশী অব্যয় শব্দ
  • গ. খাঁটি বাংলা অব্যয় শব্দ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ তৎসম অব্যয় শব্দ

বিস্তারিত

261. নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দের উদাহরণ ?

  • ক. সহসা, হঠাৎ, অর্থাৎ
  • খ. আর, ও , হাঁ
  • গ. আলবত, বহুত, খুব
  • ঘ. বরং, আপাতত, বস্তুত

উত্তরঃ আর, ও , হাঁ

বিস্তারিত

262. নিচের কোনগুলো বিদেশী অব্যয়ের উদাহরণ ?

  • ক. আলবত, মারহাবা
  • খ. সদা, সহসা
  • গ. দৈবাৎ, আবার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আলবত, মারহাবা

বিস্তারিত

263. হাসেম কিংবা কিংবা কাসেম এর জন্য দায়ী। এ বাক্যে কিংবা কোন ধারনের অব্যয় ?

  • ক. সংযোজক অব্যয়
  • খ. বিয়োজক অব্যয়
  • গ. সংকোচক অব্যয়
  • ঘ. সম্বোধন অব্যয়

উত্তরঃ বিয়োজক অব্যয়

বিস্তারিত

264. সে শুধু মেধাবীই নয়, পরন্তু জ্ঞানীও বটে , পরন্তু জ্ঞানীও বটে । এখানে 'পরন্তু' কোন ধরনের অব্যয় ?

  • ক. বিয়োজক অব্যয়
  • খ. সংযোজক অব্যয়
  • গ. সংকোচক অব্যয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সংকোচক অব্যয়

বিস্তারিত

265. মরি! মরি! কি সুন্দর বাংলার রূপ। এ বাক্যে 'মরি মরি' কোন প্রকার অব্যয় ?

  • ক. অনুকার অব্যয়
  • খ. অনুসর্গ অব্যয়
  • গ. অনন্বয়ী অব্যয়
  • ঘ. সমুচ্চয়ী অব্যয়

উত্তরঃ অনন্বয়ী অব্যয়

বিস্তারিত

266. স্রোতের কলকল ধ্বনি সত্যিই মনোমুগ্ধকর। এ বাক্যে 'কলকল' কোন ধরণের অব্যয় ?

  • ক. সমুচ্চয়ী অব্যয়
  • খ. অনুকার অব্যয়
  • গ. অনন্বয়ী অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ অনুকার অব্যয়

বিস্তারিত

267. তোমাকে দিয়ে এ কাজ হবে না বাক্যে 'দিয়ে' কোন প্রকার অব্যয় ?

  • ক. অনুকার অব্যয়
  • খ. সমুচ্চয়ী অব্যয়
  • গ. অনন্বয়ী অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ অনুসর্গ অব্যয়

বিস্তারিত

268. অনুসর্গ অব্যয়ের অন্য নাম কি ?

  • ক. পদাশ্রয়ী অব্যয়
  • খ. উপসর্গ অব্যয়
  • গ. পদান্বয়ী অব্যয়
  • ঘ. বিভক্তিযুক্ত অব্যয়

উত্তরঃ পদান্বয়ী অব্যয়

বিস্তারিত

269. হঠাৎ শুস্ক পাতার মর মর শব্দে আমি ভয় পেয়ে গেলাম। এখানে মরমর কোন ধরনের অব্যয় ?

  • ক. অনুসর্গ
  • খ. অনুকার
  • গ. সমুচ্চায়ী
  • ঘ. অনন্বয়ী

উত্তরঃ অনুকার

বিস্তারিত

270. ছি, ছি, তুমি এত খারাপ। এ বাক্যে 'ছি ছি' কোন ধরনের অব্যয় ?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. সমুচ্চয়ী অব্যয়
  • গ. অনুসর্গ অব্যয়
  • ঘ. অনুকার অব্যয়

উত্তরঃ অনন্বয়ী অব্যয়

বিস্তারিত

271. নিচের কোনটি সমুচ্চায়ী অব্যয়ের উদাহরণ ?

  • ক. বাতাসের শনশন গতি
  • খ. তুমি যা জান তা ঠিকই বটে
  • গ. উচ্চপদ ও সামাজিক মর্যাদা কে না চায়
  • ঘ. তাকে দিয়ে এ কাজ করি ও না

উত্তরঃ তুমি যা জান তা ঠিকই বটে

বিস্তারিত

272. নিচের কোন বাক্যটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উধহরণ ?

  • ক. অতি ভক্তি চোরের লক্ষণ
  • খ. অন্যত্র চলে যাও
  • গ. দুর্ভাগ্যবশত পরীক্ষায় পাস করেছি
  • ঘ. যত গর্জে তত বর্ষে না

উত্তরঃ যত গর্জে তত বর্ষে না

বিস্তারিত

273. 'অন্তত আমার যাওয়া উচিত' বাক্যটি কোন ধরনের অব্যয়ের উদাহরণ ?

  • ক. অব্যয় বিশেষণ
  • খ. 'ত' প্রত্যয়ান্ত অব্যয়
  • গ. নিত্য সম্বন্ধীয় অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ 'ত' প্রত্যয়ান্ত অব্যয়

বিস্তারিত

274. যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বুঝায় তাঁকে কোন পদ বলে ?

  • ক. সর্বনাম পদ
  • খ. ক্রিয়া পদ
  • গ. অব্যয় পদ
  • ঘ. বিশেষণ পদ

উত্তরঃ ক্রিয়া পদ

বিস্তারিত

275. নিচের কোনটি সকর্মক ক্রিয়া পদের উদাহরণ ?

  • ক. সে চোখে দেখেনা না
  • খ. আমি রাতে খাব না
  • গ. সে চোখে সর্ষে ফুল দেখল
  • ঘ. তুলি কানে শোনাে না

উত্তরঃ সে চোখে সর্ষে ফুল দেখল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects