পদ প্রকরণ

151. ‘ঘর’ শব্দের বিশেষণ হল-

  • ক. ঘরনি
  • খ. ঘরামি
  • গ. ঘরোয়া
  • ঘ. কোনটাই না

উত্তরঃ ঘরোয়া

বিস্তারিত

152. ‘অবশ্যই আমরা যাব’-এ বাক্যে ‘অবশ্যই’ পদটি কোন শ্রেণীর পদ?

  • ক. ভাব বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. বাক্য বিশেষণ
  • ঘ. অব্যয় বিশেষণ

উত্তরঃ বাক্য বিশেষণ

বিস্তারিত

153. কোন শব্দটি বিশেষণ?

  • ক. বস্তু
  • খ. বাস্তব
  • গ. বিধি
  • ঘ. বিষাদ

উত্তরঃ বাস্তব

বিস্তারিত

154. পদ মোট কয় প্রকার-

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ৬ প্রকার

উত্তরঃ ৫ প্রকার

বিস্তারিত

155. কোনটি বাক্যের বাহন?

  • ক. শব্দ
  • খ. পদ
  • গ. আশ্রিত খন্ডবাক্য
  • ঘ. ধ্বনি

উত্তরঃ পদ

বিস্তারিত

156. ‘মোগো’ আঞ্চলিক রূপের শিষ্ট গদ্যরূপ-

  • ক. আমাদিগের
  • খ. মোদের
  • গ. আমরা
  • ঘ. আমাদের

উত্তরঃ মোদের

বিস্তারিত

157. ভূগোল শব্দটির বিশেষন পদ কোনটি?

  • ক. ভূগোলক
  • খ. ভৌগোলিক
  • গ. ভৌগলিক
  • ঘ. ভূগোলিক

উত্তরঃ ভৌগোলিক

বিস্তারিত

158. ‘মন্দকে মন্দ বলতেই হবে।’-এ বাক্যের দুই ‘মন্দ’ নিম্নের কোনটি?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ

বিস্তারিত

159. নিচের কোনটি সর্বনাম--

  • ক. করিম
  • খ. কী
  • গ. বালক
  • ঘ. কোনটিই না

উত্তরঃ কী

বিস্তারিত

160. গুরু শব্দটি বিশেষণরূপ নিম্নের কোনটি?

  • ক. গুর্বী
  • খ. গরিষ্ঠ
  • গ. লঘিষ্ঠ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ গরিষ্ঠ

বিস্তারিত

161. ব্যতিহারিক সর্বনাম কোনটি?

  • ক. ইহারা
  • খ. যিনি
  • গ. নিজে নিজে
  • ঘ. কেহ

উত্তরঃ নিজে নিজে

বিস্তারিত

162. "যত গর্জে তত বর্ষে না ।" বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে?

  • ক. পরিণাম
  • খ. তুলনা
  • গ. বৈপরীত্য
  • ঘ. কোনটিই না

উত্তরঃ বৈপরীত্য

বিস্তারিত

163. "তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে"? এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত?

  • ক. সন্দেহ
  • খ. বিস্ময়
  • গ. অনুমান
  • ঘ. নিশ্চয়তা

উত্তরঃ নিশ্চয়তা

বিস্তারিত

164. 'হাসান বই পড়ছে'- কোন বর্তমান কালের উদাহরণ?

  • ক. সাধারণ
  • খ. ঘটমান
  • গ. নিত্যবৃত্ত
  • ঘ. পুরাঘটিত

উত্তরঃ ঘটমান

বিস্তারিত

165. মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে শিশুকে-

  • ক. প্রযোজক কর্তা
  • খ. মুখ্য কর্ম
  • গ. প্রযোজক ক্রিয়া
  • ঘ. প্রযোজ্য কর্তা

উত্তরঃ প্রযোজ্য কর্তা

বিস্তারিত

166. ধাতু কাকে বলে?

  • ক. পদের মূলকে
  • খ. ভাষার মূলকে
  • গ. ক্রিয়ার মূলকে
  • ঘ. শব্দের মূলকে

উত্তরঃ ক্রিয়ার মূলকে

বিস্তারিত

167. মৌলিক ধাতুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

  • ক. ৩ ভাগে
  • খ. ৪ ভাগে
  • গ. ৫ ভাগে
  • ঘ. ৬ ভাগে

উত্তরঃ ৩ ভাগে

বিস্তারিত

168. ত -প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?

  • ক. সংযোগমূলক ধাতু
  • খ. বিদেশী ধাতু
  • গ. তৎসম ধাতু
  • ঘ. সাধিত ধাতু

উত্তরঃ সাধিত ধাতু

বিস্তারিত

169. নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু?

  • ক. হের
  • খ. হাস
  • গ. খা
  • ঘ. ঘষ

উত্তরঃ হের

বিস্তারিত

170. মৌলিক ধাতু বা অন্য কোনো নাম শব্দের সঙ্গে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কি বলে?

  • ক. প্রযোজক ধাতু
  • খ. নাম ধাতু
  • গ. সাধিত ধাতু
  • ঘ. সিদ্ধি ধাতু

উত্তরঃ সাধিত ধাতু

বিস্তারিত

171. বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগে যে নতুন ধাতু গঠিত হয়, তা কোন ধাতু ?

  • ক. সাধিত ধাতু
  • খ. নাম ধাতু
  • গ. প্রযোজক ধাতু
  • ঘ. সিদ্ধ ধাতু

উত্তরঃ নাম ধাতু

বিস্তারিত

172. যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর এখানে 'হারায়' কোন ধাতুর উদাহরণ?

  • ক. কর্মবাচ্যের প্রযোজক ধাতু
  • খ. সাধিত ধাতু
  • গ. মৌলিক ধাতু
  • ঘ. যৌগিক ধাতু

উত্তরঃ কর্মবাচ্যের প্রযোজক ধাতু

বিস্তারিত

173. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে 'আ' প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?

  • ক. প্রজজক/নিজন্ত ধাতু
  • খ. নাম ধাতু
  • গ. সাধিত ধাতু
  • ঘ. মৌলিক ধাতু

উত্তরঃ প্রজজক/নিজন্ত ধাতু

বিস্তারিত

175. সংযোগমূলক ধাতুজাত ক্রিয়া কি হতে পারে?

  • ক. সকর্মক
  • খ. অকর্মক
  • গ. সমাপিকা
  • ঘ. ক ও খ

উত্তরঃ ক ও খ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects