পদ প্রকরণ
152. ‘অবশ্যই আমরা যাব’-এ বাক্যে ‘অবশ্যই’ পদটি কোন শ্রেণীর পদ?
- ক. ভাব বিশেষণ
- খ. ক্রিয়া বিশেষণ
- গ. বাক্য বিশেষণ
- ঘ. অব্যয় বিশেষণ
উত্তরঃ বাক্য বিশেষণ
158. ‘মন্দকে মন্দ বলতেই হবে।’-এ বাক্যের দুই ‘মন্দ’ নিম্নের কোনটি?
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
- ঘ. কোনটিই না
উত্তরঃ প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
162. "যত গর্জে তত বর্ষে না ।" বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
- ক. পরিণাম
- খ. তুলনা
- গ. বৈপরীত্য
- ঘ. কোনটিই না
উত্তরঃ বৈপরীত্য
163. "তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে"? এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত?
- ক. সন্দেহ
- খ. বিস্ময়
- গ. অনুমান
- ঘ. নিশ্চয়তা
উত্তরঃ নিশ্চয়তা
164. 'হাসান বই পড়ছে'- কোন বর্তমান কালের উদাহরণ?
- ক. সাধারণ
- খ. ঘটমান
- গ. নিত্যবৃত্ত
- ঘ. পুরাঘটিত
উত্তরঃ ঘটমান
165. মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে শিশুকে-
- ক. প্রযোজক কর্তা
- খ. মুখ্য কর্ম
- গ. প্রযোজক ক্রিয়া
- ঘ. প্রযোজ্য কর্তা
উত্তরঃ প্রযোজ্য কর্তা
166. ধাতু কাকে বলে?
- ক. পদের মূলকে
- খ. ভাষার মূলকে
- গ. ক্রিয়ার মূলকে
- ঘ. শব্দের মূলকে
উত্তরঃ ক্রিয়ার মূলকে
168. ত -প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?
- ক. সংযোগমূলক ধাতু
- খ. বিদেশী ধাতু
- গ. তৎসম ধাতু
- ঘ. সাধিত ধাতু
উত্তরঃ সাধিত ধাতু
170. মৌলিক ধাতু বা অন্য কোনো নাম শব্দের সঙ্গে 'আ' প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কি বলে?
- ক. প্রযোজক ধাতু
- খ. নাম ধাতু
- গ. সাধিত ধাতু
- ঘ. সিদ্ধি ধাতু
উত্তরঃ সাধিত ধাতু
171. বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগে যে নতুন ধাতু গঠিত হয়, তা কোন ধাতু ?
- ক. সাধিত ধাতু
- খ. নাম ধাতু
- গ. প্রযোজক ধাতু
- ঘ. সিদ্ধ ধাতু
উত্তরঃ নাম ধাতু
172. যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর এখানে 'হারায়' কোন ধাতুর উদাহরণ?
- ক. কর্মবাচ্যের প্রযোজক ধাতু
- খ. সাধিত ধাতু
- গ. মৌলিক ধাতু
- ঘ. যৌগিক ধাতু
উত্তরঃ কর্মবাচ্যের প্রযোজক ধাতু
173. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে 'আ' প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?
- ক. প্রজজক/নিজন্ত ধাতু
- খ. নাম ধাতু
- গ. সাধিত ধাতু
- ঘ. মৌলিক ধাতু
উত্তরঃ প্রজজক/নিজন্ত ধাতু
174. করে ক্রিয়া পদটির মূল হলো কর্ । এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে?
- ক. আ
- খ. ও
- গ. ই
- ঘ. এ
উত্তরঃ এ