পদ প্রকরণ
126. ‘ভোরে সূর্য উদয় হয়’ -উদাহরণটি কোন বর্তমান কালের?
- ক. সাধারণ
- খ. ঘটমান
- গ. নিত্যবৃত্ত
- ঘ. পুরাঘটিত
উত্তরঃ নিত্যবৃত্ত
127. শয়ন (শোয়ার কাজ), গমন (যাওয়ার কাজ) কি বাচক বিশেষ্য?
- ক. গুণবাচক
- খ. ভাববাচক
- গ. গতিবাচক
- ঘ. সাধারণ
উত্তরঃ ভাববাচক
128. মাইকেল, ঢাকা, গীতাঞ্জলি- কোন জাতীয় বিশেষ্য?
- ক. ভাববাচক
- খ. গুণবাচক
- গ. সংজ্ঞাবাচক
- ঘ. বস্তুবাচক
উত্তরঃ সংজ্ঞাবাচক
129. ‘তাজমহল’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?
- ক. জাতিবাচক
- খ. সংজ্ঞাবাচক
- গ. নামবাচক
- ঘ. আত্মবাচক
উত্তরঃ নামবাচক
130. ‘নিশীথ রাতে বাজে বাঁশি’ -বাক্যে ‘নিশীথ’ কোন পদ?
- ক. বিশেষণের বিশেষণ
- খ. বিশেষ্যের বিশেষণ
- গ. বিশেষ্য
- ঘ. বিশেষণ
উত্তরঃ বিশেষ্যের বিশেষণ
- ক. আলবৎ, মারহাবা
- খ. বরং, নচেৎ
- গ. আবার, আর
- ঘ. কিন্তু, বটে
উত্তরঃ আলবৎ, মারহাবা
135. ‘মিতা সুপ্রিয়াকে কোলে নিল’-এখানে সুপ্রিয়া কোন ধরনের কর্মপদ?
- ক. মুখ্য কর্ম
- খ. প্রধান কর্ম
- গ. গৌণ কর্ম
- ঘ. সমধাতুজ কর্ম
উত্তরঃ গৌণ কর্ম
136. ‘কুহুকুহু, ঝমঝম’-এসব কোন শ্রেণীর অব্যয়?
- ক. অনুকার অব্যয়
- খ. অনুসর্গ অব্যয়
- গ. সমুচ্চয়ী অব্যয়
- ঘ. অনন্বয়ী অব্যয়
উত্তরঃ অনুকার অব্যয়
138. ‘হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান’-এখানকার অব্যয়টি কোন ধরনের?
- ক. অনুকার
- খ. সম্বোধনবাচক
- গ. বাক্যালংকার
- ঘ. সমুচ্চয়ী
উত্তরঃ সম্বোধনবাচক
140. কোনটি ক্রিয়া-বিশেষণের বিশেষণ?
- ক. অতি শীঘ্র বাড়ি যাও
- খ. সে খুব পরশ্রমী বালক
- গ. খুব সুন্দর হাতের লেখা
- ঘ. সত্যই আমি তোমাকে সাহায্য করব
উত্তরঃ অতি শীঘ্র বাড়ি যাও
142. ‘তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে -এ বাক্যে ‘কেউ কেউ’ হ’ল-
- ক. নির্দেশক সর্বনাম
- খ. সংগতিবাচক সর্বনাম
- গ. প্রশ্নসূচক সর্বনাম
- ঘ. অনিশ্চয়সূচক সর্বনাম
উত্তরঃ অনিশ্চয়সূচক সর্বনাম
143. গ্রন্থ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, সাময়িক পত্রিকা ইত্যাদির নাম কোন বিশেষ্যের অন্তর্গত?
- ক. জাতিবাচক
- খ. সংজ্ঞাবাচক
- গ. সমষ্টিবাচক
- ঘ. বস্তুবাচক
উত্তরঃ সংজ্ঞাবাচক
144. ‘ভাল করে পড়লে সফল হবে’ -এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?
- ক. নির্দেশক
- খ. সাপেক্ষ
- গ. অনুজ্ঞা
- ঘ. আকাক্সক্ষা
উত্তরঃ অনুজ্ঞা
145. গৌণ কর্ম কাকে বলে?
- ক. ব্যক্তিবাচক কর্মকে
- খ. সমধাতুজ কর্মকে
- গ. প্রযোজ্য কর্তাকে
- ঘ. বস্তুবাচক কর্মকে
উত্তরঃ ব্যক্তিবাচক কর্মকে
146. ‘অতিভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির অতি পদটি-
- ক. নাম বিশেষণ
- খ. ভাব বিশেষণ
- গ. ক্রিয়া বিশেষণ
- ঘ. বিশেষ্যের বিশেষণ
উত্তরঃ বিশেষ্যের বিশেষণ
147. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষায়িত করে তাকে কী বলে?
- ক. বিশেষণ
- খ. বিশেষণের পদ
- গ. নাম বিশেষণ
- ঘ. ভাব বিশেষণ
উত্তরঃ নাম বিশেষণ
148. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন-এখানে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে?
- ক. অকর্মক
- খ. যৌগিক
- গ. প্রযোজক
- ঘ. সকর্মক
উত্তরঃ প্রযোজক
- ক. রোগা ছেলে
- খ. নিপুণ কারিগর
- গ. ধনী লোক
- ঘ. প্রথমা কন্যা
উত্তরঃ নিপুণ কারিগর
150. ‘বই’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?
- ক. জাতিবাচক
- খ. সংজ্ঞাবাচক
- গ. সমষ্টিবাচক
- ঘ. দ্রব্যবাচক
উত্তরঃ জাতিবাচক