পদ প্রকরণ

51. কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?

  • ক. এখন যেতে পার
  • খ. শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে
  • গ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
  • ঘ. এ চক্র ছিন্ন তো করতেই হবে

উত্তরঃ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

বিস্তারিত

52. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।’ এই বাক্য ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষণের বিশেষণ

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

53. নিম্নের কোনটি বিশেষ্য?

  • ক. মধুর
  • খ. স্নেহ
  • গ. সুতি
  • ঘ. কোনটিই না

উত্তরঃ মধুর

বিস্তারিত

54. ‘চৌচালা ঘর’ -এখানে কোন ধরনের বিশেষণ হয়েছে?

  • ক. ক্রিয়াজাত
  • খ. অব্যয়জাত
  • গ. সমাসসিদ্ধ
  • ঘ. সর্বনামজাত

উত্তরঃ সমাসসিদ্ধ

বিস্তারিত

55. ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’ -‘চাইতে’ ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. অনুসর্গ তৈরি
  • গ. ক্রিয়াবাচক বিশেষণ গঠন
  • ঘ. বিশেষণ বাচকতা

উত্তরঃ বিশেষণ বাচকতা

বিস্তারিত

56. কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে?

  • ক. আবার তোরা মানুষ হও
  • খ. মানুষ মরণশীল
  • গ. সে বই পড়ে
  • ঘ. ঢাকা বড় শহর

উত্তরঃ আবার তোরা মানুষ হও

বিস্তারিত

57. কোনগুলো খাঁটি বাংলা শব্দের অতিশায়ন?

  • ক. ধীরে, হতে
  • খ. হইতে, হতে
  • গ. কিন্তু, এবং
  • ঘ. নরম, গরম

উত্তরঃ হইতে, হতে

বিস্তারিত

58. গুরু, গুরুতর ও গুরুতম- এগুলো কোন শব্দের অতিশায়ন?

  • ক. তদ্ভব শব্দের
  • খ. তৎসম শব্দের
  • গ. বিদেশী শব্দের
  • ঘ. খাঁটি বাংলা শব্দের

উত্তরঃ তৎসম শব্দের

বিস্তারিত

59. অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে?

  • ক. অব্যয় পদ
  • খ. ক্রিয়া পদ
  • গ. সর্বনাম পদ
  • ঘ. বিশেষ্য পদ

উত্তরঃ অব্যয় পদ

বিস্তারিত

60. কোনটি বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ নয়?

  • ক. মাটি
  • খ. স্বর্ণ
  • গ. অগ্নিবীণা
  • ঘ. চাউল

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

61. “যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ।”-এখানে ‘তারাই’ কোন পদ?

  • ক. বিশেষ্য পদ
  • খ. বিশেষণ পদ
  • গ. সর্বনাম পদ
  • ঘ. অব্যয় পদ

উত্তরঃ সর্বনাম পদ

বিস্তারিত

62. কোনটি বিদেশী অব্যয় শব্দ?

  • ক. খুব
  • খ. আবার
  • গ. হঠাৎ
  • ঘ. এবং

উত্তরঃ খুব

বিস্তারিত

63. সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার?

  • ক. পাঁচ প্রকার
  • খ. চার প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. ছয় প্রকার

উত্তরঃ তিন প্রকার

বিস্তারিত

64. কোন দুটি অনুসর্গ অব্যয়?

  • ক. ছি! ছি! ওগো
  • খ. না, উঃ
  • গ. অবশ্য, নিশ্চয়ই
  • ঘ. দ্বারা, দিয়া

উত্তরঃ দ্বারা, দিয়া

বিস্তারিত

65. কোনটি বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত্ব প্রয়োগের উদাহরণ?

  • ক. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
  • খ. পটপট করে পটকা ফুটল
  • গ. লোকটাকে দৌড়াতে দেখলাম
  • ঘ. কাটিতে কাটিতে ধান এল বরষা

উত্তরঃ কাটিতে কাটিতে ধান এল বরষা

বিস্তারিত

66. কোনটি সমাপিকা ক্রিয়া?

  • ক. তপু বাড়ি গেলে
  • খ. বাবাকে দেখলে
  • গ. তাকে বলবে
  • ঘ. তুমি আসলে

উত্তরঃ তাকে বলবে

বিস্তারিত

67. সমধাতুজ কর্মের প্রতিশব্দ কি?

  • ক. গৌণ কর্ম
  • খ. মুখ্য কর্ম
  • গ. মিশ্র কর্ম
  • ঘ. ধাতুর্থক কর্ম

উত্তরঃ ধাতুর্থক কর্ম

বিস্তারিত

69. একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া একসাথে একটি ক্রিয়াপদের ন্যায় ভাব প্রকাশ করলে তবে তাকে বলে-

  • ক. মিশ্র ক্রিয়া
  • খ. প্রযোজক ক্রিয়া
  • গ. যৌগিক ক্রিয়া
  • ঘ. অকর্মক ক্রিয়া

উত্তরঃ যৌগিক ক্রিয়া

বিস্তারিত

70. কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ?

  • ক. রোগ হলে ওষুধ খাবে
  • খ. চেষ্টা কর, সবই বুঝতে পারবে
  • গ. কাজটি করে ফেল
  • ঘ. কাজল একবার এস

উত্তরঃ কাজটি করে ফেল

বিস্তারিত

71. ‘চারটা বাজলে স্কুল ছুটি হবে’ বাক্যে ‘বাজলে’ ক্রিয়া কি অর্থ প্রকাশ করছে?

  • ক. কারণ
  • খ. ইচ্ছা
  • গ. আবশ্যকতা
  • ঘ. সম্ভাব্যতা

উত্তরঃ সম্ভাব্যতা

বিস্তারিত

72. ‘লোকটা চোখে দেখে না’ -এ বাক্যটির ক্রিয়াপদের বৈশিষ্ট্য কি?

  • ক. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপে ব্যবহার
  • খ. সকর্মক ক্রিয়ার ব্যবহার
  • গ. প্রযোজকক্রিয়ার ব্যবহার
  • ঘ. নামধাতুর ব্যবহার

উত্তরঃ সকর্মক ক্রিয়ার অকর্মক রূপে ব্যবহার

বিস্তারিত

73. কোন বাক্যে ‘শেষ’ ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে?

  • ক. আমার সুখের শেষ নেই
  • খ. আমি আপনার শেষ কথা শুনতে চাই
  • গ. কাজটি শীঘ্র শেষ কর
  • ঘ. সব ভাল যার শেষ ভাল

উত্তরঃ কাজটি শীঘ্র শেষ কর

বিস্তারিত

75. “রানী একটি বই পড়ে”। -এখানে ‘পড়ে’ কোন ক্রিয়া?

  • ক. সকর্মক ক্রিয়া
  • খ. অকর্মক ক্রিয়া
  • গ. সমধাতুজ কর্ম
  • ঘ. দ্বিকর্মক ক্রিয়া

উত্তরঃ সকর্মক ক্রিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects