পদ প্রকরণ
101. বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণরূপে ব্যবহৃত হতে পারে তার উদাহরণ কোনটি?
- ক. ভূয়সী প্রশংসা
- খ. বাহুবলই শ্রেষ্ঠ বটে
- গ. আপন ভালো সবাই চায়
- ঘ. মেঘনা বাংলাদেশের দীঘতম নদী
উত্তরঃ আপন ভালো সবাই চায়
102. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
- ক. আমি ঘুম থেকে জেগেছি
- খ. আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
- গ. আমি বেশ ঘুম দিয়েছি
- ঘ. তোমার ভাল ঘুম হয়েছিল তো?
উত্তরঃ আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
103. কোনটি ক্রিয়া বিশেষণের বিশেষণ?
- ক. আস্তে লেখ
- খ. সে খুব রূপবতী
- গ. সদর রাস্তা
- ঘ. দ্রুত হেঁটে যাও
উত্তরঃ দ্রুত হেঁটে যাও
104. কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?
- ক. দ্বিকর্মক ক্রিয়া
- খ. অকর্মক ক্রিয়া
- গ. নাম ধাতুর ক্রিয়া
- ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ নাম ধাতুর ক্রিয়া
105. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কো্ন ক্রিয়ায় রূপান্তরিত করে?
- ক. সমাপিকা ক্রিয়ায়
- খ. দ্বিকর্মক ক্রিয়ায়
- গ. সকর্মক ক্রিয়ায়
- ঘ. অসমাপিকা ক্রিয়ায়
উত্তরঃ সকর্মক ক্রিয়ায়
106. বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ হয় তাকে বলে-
- ক. যৌগিক ক্রিয়া
- খ. মিশ্র ক্রিয়া
- গ. প্রযোজক ক্রিয়া
- ঘ. নাম ধাতুর ক্রিয়া
উত্তরঃ মিশ্র ক্রিয়া
107. যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে কি বলে?
- ক. অব্যয়ের বিশেষণ
- খ. বাক্যের বিশেষণ
- গ. বিশেষণীয় বিশেষণ
- ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তরঃ ক্রিয়া বিশেষণ
109. কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি?
- ক. ইয়া > এ
- খ. ইলে > লে
- গ. ইতে > তে
- ঘ. ইনে > নে
উত্তরঃ ইলে > লে
110. “আহা, তার মা মারা গেছে।” -‘আহা’ কি ধরনের অব্যয়?
- ক. ধ্বন্যাত্মক অব্যয়
- খ. পদান্বয়ী অব্যয়
- গ. অন্বয়ী অব্যয়
- ঘ. সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ অন্বয়ী অব্যয়
112. কোন অব্যয় শব্দ নিরর্থকভাবে ব্যবহৃত হয়ে বাক্যের শোভা বর্ধন করে?
- ক. তৎসম অব্যয়
- খ. অনুসর্গ অব্যয়
- গ. বাক্যালংকার অব্যয়
- ঘ. সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ বাক্যালংকার অব্যয়
113. কোন বাক্যে অপ্রত্যক্ষ কর্ম ব্যবহৃত হয়েছে?
- ক. ভদ্রলোক পড়ছেন
- খ. ভদ্রলোক বই পড়ছেন
- গ. ভদ্রলোক টেবিলে বই পড়ছেন
- ঘ. ভদ্রলোক লাল বই পড়ছেন
উত্তরঃ ভদ্রলোক পড়ছেন
115. ‘সে নাকি আসবে না’-এ বাক্যে ‘না’ অব্যয় কি অর্থে ব্যবহৃত হযেছে?
- ক. প্রশ্ন
- খ. বিস্ময়
- গ. সংশয়
- ঘ. অনুমান
উত্তরঃ সংশয়
116. ‘ছেলেটি যেন রাজপুত্তুর’-এই বাক্যে ‘যেন’ পদের ব্যবহার কি অর্থে?
- ক. বিস্ময়াবোধক
- খ. তুলনামূলক
- গ. অনুমানসূচক
- ঘ. সম্ভাবনাজ্ঞাপক
উত্তরঃ তুলনামূলক
117. বিশেষণের অতিশায়ণের উদাহরণ কোনটি?
- ক. ধীরে ধীরে বাতাস বহে
- খ. রকেট অতি দ্রুত চলে
- গ. মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী
- ঘ. নীল আকাশে নক্ষত্রমণ্ডলী মিট্মিট্ করে
উত্তরঃ মেঘনা বাংলাদেশের বৃহত্তম নদী
118. অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে ‘তিনি গেলে কাজ হবে’ -কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?
- ক. কার্যপরম্পরা
- খ. সাপেক্ষতা
- গ. বিসম্য়জ্ঞাপন
- ঘ. সম্ভাবনার বিকল্প
উত্তরঃ সাপেক্ষতা
119. সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো কি প্রকাশে ব্যবহৃত হয়?
- ক. কবিতা প্রকাশে
- খ. বিনয় প্রকাশে
- গ. ভাবভঙ্গি প্রকাশে
- ঘ. অভিনন্দন প্রকাশে
উত্তরঃ বিনয় প্রকাশে
121. এ কবিতাটি দুর্বোধ্য-এখানে দুর্বোধ্য পদটি কোন ধরণের বিশেষণ?
- ক. সর্বনামের বিশেষণ
- খ. বিধেয় বিশেষণ
- গ. অব্যয়ের বিশেষণ
- ঘ. কোনটিই না
উত্তরঃ বিধেয় বিশেষণ
123. ‘সুন্দর পুষ্প, সুনীল আকাশ’- ‘সুন্দর ও সুনীল’ কোন শ্রেণীর বিশেষণ?
- ক. ক্রিয়া বিশেষণ
- খ. বিশেষ্যের বিশেষণ
- গ. নাম বিশেষণ
- ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ বিশেষ্যের বিশেষণ
124. ‘ছেলেটি গোল্লায় গেছে’-এই বাক্যে ক্রিয়াপদটি কোন অব্যয়?
- ক. যৌগিক ক্রিয়া
- খ. প্রযোজক ক্রিয়া
- গ. দ্বিকর্মক ক্রিয়া
- ঘ. মিশ্র ক্রিয়া
উত্তরঃ মিশ্র ক্রিয়া
125. কর্ম ও ক্রিয়া একই ধাতু হতে উৎপন্ন হলে তাকে কি বলে?
- ক. মুখ্য কর্ম
- খ. সমধাতুজ কর্ম
- গ. ণিজন্ত কর্ম
- ঘ. গৌণ কর্ম
উত্তরঃ সমধাতুজ কর্ম