পদ প্রকরণ
276. নিচের কোন পদটিকে সংস্কৃত ব্যাকরণ নিজন্ত ক্রিয়া বলা হয় ?
- ক. যৌগিক ক্রিয়া
- খ. দ্বিকর্মক ক্রিয়া
- গ. মিশ্র ক্রিয়া
- ঘ. প্রযোজক ক্রিয়া
উত্তরঃ প্রযোজক ক্রিয়া
277. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন - এ বাক্যে কোনটি প্রযোজক কর্তা ?
- ক. মা
- খ. শিশুকে
- গ. চাঁদ
- ঘ. দেখাচ্ছেন
উত্তরঃ মা
278. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ ?
- ক. এখন যেতে পার
- খ. আমরা তাজমহল দর্শন করলাম
- গ. তুমি গোল্লায় যাও
- ঘ. শন শন করে বাতাস বইছে
উত্তরঃ এখন যেতে পার
279. নিচের কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ ?
- ক. (ঠক্ ঠক্) করে শব্দ কর না
- খ. এখন আসতে পার
- গ. আমার কথাটা শুনে রাখ
- ঘ. সাইরেন বেজে উঠল
উত্তরঃ (ঠক্ ঠক্) করে শব্দ কর না
281. 'আমার বাড়ি যাব' বাক্যটি ক্রিয়ার কোন ধরনের ভাব প্রকাশ করেছে ?
- ক. সাপেক্ষ ভাব
- খ. নির্দেশক ভাব
- গ. অনুজ্ঞা ভাব
- ঘ. আকাঙ্ক্ষা ভাব
উত্তরঃ নির্দেশক ভাব
282. ব্যতিক্রম ছাড়া সাধারণত সম্বন্ধ পদ বাক্যের কোথায় বসে ?
- ক. বিশেষ্যের পরে
- খ. বিশেষ্যের পূর্বে
- গ. বিশেষণ পরে
- ঘ. বিশেষণ পূর্বে
উত্তরঃ বিশেষ্যের পূর্বে
283. কারক বিভক্তিযুক্ত পদ সাধারণত বাক্যের কোথায় বসে ?
- ক. বিশেষণের পূর্বে
- খ. বিশেষণের পরে
- গ. বাক্যের শেষে
- ঘ. বাক্যের প্রথমে
উত্তরঃ বিশেষণের পূর্বে
284. বিধেয় বিশেষণ সবসময় কোথায় বসে ?
- ক. বিশেষণের পরে
- খ. বাক্যের মাঝখানে
- গ. বিশেষ্যের পরে
- ঘ. বিশেষ্যের পূর্বে
উত্তরঃ বিশেষ্যের পরে
285. বহুপদময় বিশেষণ সর্বদাই বাক্যের কোথায় বসে ?
- ক. বিশেষ্যের পরে
- খ. বিশেষণের পরে
- গ. বিশেষণের পূর্বে
- ঘ. বিশেষ্যের পূর্বে
উত্তরঃ বিশেষ্যের পূর্বে
286. 'না' শব্দটি বাক্যের কোথায় বসে ?
- ক. সমাপিকা ক্রিয়ার পরে
- খ. বিশেষণের পরে
- গ. অসমাপিকা ক্রিয়ার পরে
- ঘ. সমাপিকা ক্রিয়ার পূর্বে
উত্তরঃ সমাপিকা ক্রিয়ার পরে
- ক. কারক
- খ. সম্বোধন পদ
- গ. সম্বন্ধ পদ
- ঘ. সমাস
উত্তরঃ সম্বন্ধ পদ
288. ওহে মাঝি আমাকে পার কর। বাক্যে 'মাঝি' কোন ধরনের পদ ?
- ক. সম্বন্ধ পদ
- খ. সম্বোধন পদ
- গ. বিশেষণ পদ
- ঘ. ক্রিয়া - বিশেষণ পদ
উত্তরঃ সম্বোধন পদ
289. নিচের কোন পদে বিভক্তি যুক্ত হয় না ?
- ক. বিশেষ্য পদে
- খ. বিশেষণ পদে
- গ. সর্বনাম পদে
- ঘ. অব্যয় পদে
উত্তরঃ অব্যয় পদে
290. নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ ?
- ক. লোহা, কাঠ, তুলা
- খ. করিম, খুলনা, পদ্মা
- গ. মায়া, সততা, যৌবন
- ঘ. শয়ন, দর্শন, শ্রবণ
উত্তরঃ করিম, খুলনা, পদ্মা
291. বিশেষণ কোনো বিশেষ্যের সীমাকে -
- ক. সম্প্রসারিত করে
- খ. সৌন্দর্যমণ্ডিত করে
- গ. সংকুচিত করে
- ঘ. জটিল করে
উত্তরঃ সংকুচিত করে
292. নিচের কোনটি একপদী বিশেষণের উদাহরণ ?
- ক. সুখী পরিবার
- খ. বাপে তাড়ানো ছেলে
- গ. নাম না জানা পাখি
- ঘ. ঘুম পাড়ানি গান
উত্তরঃ সুখী পরিবার
293. তর ও তম প্রত্যয় দুটি নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
- ক. তৎসম বিশেষণ
- খ. বিশেষণের অতিশায়ন
- গ. ক্রিয়াবাচক বিশেষণ
- ঘ. ভাব বিশেষণ
উত্তরঃ বিশেষণের অতিশায়ন
294. বিশেষণের অতিশায়নের ক্ষেত্রদ্বয়ের মধ্যে তারতম্য বোঝাতে প্রথম বিশেষ্যটি সাধারণত কোন বিভক্তিযুক্ত হয় ?
- ক. পঞ্চমী বিভক্তি
- খ. ষষ্ঠী বিভক্তি
- গ. তৃতীয়া বিভক্তি
- ঘ. সপ্তমী বিভক্তি
উত্তরঃ ষষ্ঠী বিভক্তি
295. উপর, পাশে, নিচে প্রভৃতি পদান্বয়ী অব্যয়গুলো বাক্যে কি অর্থে ব্যবহৃত হয় ?
- ক. করণ অর্থে
- খ. অধিকরণ অর্থে
- গ. অপাদান অর্থে
- ঘ. নিমিত্ত অর্থে
উত্তরঃ নিমিত্ত অর্থে
- ক. উপসর্গ অব্যয়
- খ. নিত্য সম্বন্ধীয় অব্যয়
- গ. বাক্যালঙ্কার অব্যয়
- ঘ. অনুসর্গ অব্যয়
উত্তরঃ উপসর্গ অব্যয়
297. শব্দ এবং অনুকার অব্যয়ের উত্তরে কোন প্রত্যয় যোগ করে নাম ধাতু গঠিত হয় ?
- ক. অ প্রত্যয়
- খ. ঈ প্রত্যয়
- গ. আ প্রত্যয়
- ঘ. ই প্রত্যয়
উত্তরঃ আ প্রত্যয়
298. ভৌগোলিক স্থানের নাম কোন বিশেষ্যের অন্তর্গত ?
- ক. সংজ্ঞাবাচক
- খ. জাতিবাচক
- গ. বস্তুবাচক
- ঘ. সমষ্টিবাচক
উত্তরঃ সংজ্ঞাবাচক
299. নবম শ্রেণী, প্রথমা কন্যা - এখানে 'নবম' ও 'প্রথমা' কোন জাতীয় বিশেষণ ?
- ক. ক্রমবাচক
- খ. সমষ্টিবাচক
- গ. পরিমাণবাচক
- ঘ. সংখ্যাবাচক
উত্তরঃ ক্রমবাচক
300. দুটি বস্তুর মধ্যে অতিশায়নের জোর দিতে হলে মূল বিশেষণের আগে কোন বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয় ?
- ক. হইতে, থেকে
- খ. সরল, দুর্বল
- গ. অনেক, অধিক
- ঘ. অন্যতম, দীর্ঘতম
উত্তরঃ অনেক, অধিক